Tuesday, September 5, 2017

ওভারশুট ডে



শোচনীয় সিচুয়েশানে শ্যামবাজারের শ্যামলা


বলল হেঁকে “আর পারিনে, এবার তোরা সামলা।


মরবি তোরা মরবি এবার, এবার পাবি অক্কা


সারা বছরের রসদ তোদের আগাস্ট মাসেই ফক্কা?



এই গ্রহ যা দিতে পারে এক বছরের খাবার


খিদে তোদের এতই যে সব আগাস্ট মাসেই সাবাড়?


তেল পোড়ানো কমাতে হবে যতই বলি তোদের


শুনবি না গরিবের কথা। দেখ ফলাফল জেদের –


এক শতাব্দীতে মানুষ ডাবল কিন্তু বলে রাখি


আটান্ন পার্সেন্ট হয়েছে মাছ আর পশু পাখি


বৃষ্টিবাদলা কমছে ক্রমেই চেঞ্জ হচ্ছে ক্লাইমেট


এ চললে ঠিক লোপ পাবে সব মানুষ, বাঁদর, প্রাইমেটস



আমিষ খাওয়া কমা, তোরা তেল পোড়ানো কমা


নয়তো আর এক শতক শেষে কাঁদবি “ছেড়ে দে মা”


বাঁচতে চাস তো কন্ট্রোল কর কার্বন এমিশান


নয়তো এ রেলগাড়ি পৌঁছবে শেষের ইস্টিশান


এই পৃথিবী বাঁচাবো আমরা – আয়নার সামনে


প্রতিজ্ঞা কর। আজ বছরের ওভারশুট ডে”



★★★



সব শুনেটুনে বলল সবাই লোকটা বোধ হয় পাগল


নয় মাওয়িস্ট নয়তো নেতা কিম্বা নিছক গাড়োল



“Living within the means of one planet is technologically possible, financially beneficial, and our only chance for a prosperous future”



We used all resources that we will be able to replenish throughout the year by August 2, this year. August 2 is the overshoot day for this year.



https://www.cnbc.com/2017/08/02/its-earth-overshoot-day-weve-used-more-resources-than-nature-can-regenerate-in-2017.html

ফেসবুক পেজ