পাথর দিয়ে যত্ন করে বাঁধিয়েছি মনের ঘাট
রূপকথারা আসে না আর আজ
কান্না? সে তো মেয়েদের শোভা পায় -
এমনই শিখিয়েছে আমায় এই বেশ্যা সমাজ।
সামনে দিয়ে সোজা হেঁটে চলে গেলাম
যেন আমি “চির উন্নত শির”,
যেন আমি মিলিটারি “বুটের পরে বুট”
আমার উগ্র সুগন্ধে স্টেশানের বাতাস মদির।
"ক্যান ইউ প্লীজ হেল্প মী? আই নীড টু ইট"
এখন ভেসে আসছে অনেক দূর থেকে ...
খেতে পায় না? যত্ত রাবিশ...শালা বজ্জাতের দল
বাড়িতে গিয়েই পাউডার শুঁকবে প্রত্যেকে।
মাথার মধ্যে আর একটা আওয়াজ বলে
হয়ত পাউডার শুঁকবে কিন্তু খেতে বোধ হয় পায়না বারো মাস
হয়ত খেতে না পেয়েই ছোট্ট বয়সে
করেছিল পাউডার শোঁকার অভ্যাস।
খেতে পেলে কি স্টেশানের বাইরে দাঁড়িয়ে
শিকাগোর শীতে বরফ গলা হাওয়ার ঝাপ্টা নিত?
খেতে পেলে কি আমার মতো শুয়োরের বাচ্চার
কাছে মাথা নোয়াতো?
ট্রেনে এক সোনালি চুলের পেছনে বসে আলগোছে রূপপান করি
আর ফিদেল কাস্ত্রোর লেখার পাতা ওল্টাই
আওয়াজটাকে যে মারতে হবে। এখুনি মারা চাই।
Thank you Sir. Do u read Bengali?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteদিনে দিনে চেনা পৃথিবী অচেনা হয়ে যায়
ReplyDeleteআমরা মনুষ্যত্ব ভুলে যাই ।
নিজেকেই নিজে ব্যস্ত রাখি বড়ো
অন্তিমে মেলে শুধু একমুঠো ছাই ॥
দিনে দিনে চেনা পৃথিবী অচেনা হয়ে যায়
ReplyDeleteআমরা মনুষ্যত্ব ভুলে যাই ।
নিজেকেই নিজে ব্যস্ত রাখি বড়ো
অন্তিমে মেলে শুধু একমুঠো ছাই ॥